/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: আকাশপ্রেমী ও জ্যোতির্বিজ্ঞানে আগ্রহীদের জন্য আসছে এক বিরল মুহূর্ত। ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর দেখা যাবে এক অসাধারণ পূর্ণ চন্দ্রগ্রহণ। এদিন চাঁদ একেবারে রক্তিম আভায় ভেসে উঠবে, যাকে বিজ্ঞানীরা বলেন “ব্লাড মুন”।
এই চন্দ্রগ্রহণ হবে সাম্প্রতিক বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য সম্পূর্ণ দৃশ্যমান গ্রহণ। ভারতের প্রত্যেক প্রান্ত থেকেই এই বিরল দৃশ্য উপভোগ করা যাবে। ফলে পরিবার থেকে শুরু করে শিশু-কিশোর—সকলের জন্যই এটি হবে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/07/blood-moon-2025-09-07-21-47-02.jpg)
বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী যখন সরাসরি সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে, তখন সূর্যের আলো সরাসরি চাঁদের গায়ে পৌঁছাতে পারে না। কেবলমাত্র পৃথিবীর বায়ুমণ্ডল ঘুরে লালচে আলো চাঁদে পৌঁছায়। তাই চাঁদকে দেখা যায় অদ্ভুত তামাটে-লাল রঙে ভেসে যেতে।
৭ সেপ্টেম্বর রাতের আকাশ তাই যেন এক রহস্যময় চিত্রকল্পে রূপ নেবে—চোখের সামনে রক্তিম আভায় ভাসবে পূর্ণ চাঁদ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us