নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ২০০৬ মুম্বাই ট্রেন বিস্ফোরণ মামলায় অভিযুক্ত ১২ জনকেই মুক্তি দিয়েছে বোম্বে হাইকোর্ট। কিন্তু এইবার এই বিষয়েই বেশকিছু গুরুতর প্রশ্ন তুললেন এআইএমআইএম (AIMIM) পার্টির মুখপাত্র ওয়ারিস পাঠান। তিনি বলেন,''শুধুমাত্র মুসলিমদেরই MCOCA ও UAPA-র মতো কঠোর আইনের বলি হতে হয়। হাইকোর্ট বলেছে, জোরজবরদস্তি ও ভয় দেখিয়েই অভিযুক্তদের জবানবন্দি নেওয়া হয়েছিল। বিচার দেরিতে হলে তা আর বিচার হয় না। আসল দোষীরা এখনও মুক্ত। ATS তাদের এখনও কেন ধরতে পারল না ?”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/03/11/KSXeFdVZdsIIB4oZp8Rr.JPG)
BREAKING: মুসলিমদেরই বলি করা হয় ! ২০০৬ মুম্বই ট্রেন বিস্ফোরণ মামলার রায় নিয়ে আক্ষেপ করলেন ওয়ারিস পাঠান
কি বললেন ওয়ারিস পাঠান ?
নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ২০০৬ মুম্বাই ট্রেন বিস্ফোরণ মামলায় অভিযুক্ত ১২ জনকেই মুক্তি দিয়েছে বোম্বে হাইকোর্ট। কিন্তু এইবার এই বিষয়েই বেশকিছু গুরুতর প্রশ্ন তুললেন এআইএমআইএম (AIMIM) পার্টির মুখপাত্র ওয়ারিস পাঠান। তিনি বলেন,''শুধুমাত্র মুসলিমদেরই MCOCA ও UAPA-র মতো কঠোর আইনের বলি হতে হয়। হাইকোর্ট বলেছে, জোরজবরদস্তি ও ভয় দেখিয়েই অভিযুক্তদের জবানবন্দি নেওয়া হয়েছিল। বিচার দেরিতে হলে তা আর বিচার হয় না। আসল দোষীরা এখনও মুক্ত। ATS তাদের এখনও কেন ধরতে পারল না ?”