/anm-bengali/media/media_files/qpYYDqslSv8RWI86EC0V.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ভোটার তালিকার নিবিড় পরিমার্জন (SIR) চলাকালীন সামনে আসছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। নির্বাচন কমিশনের সর্বশেষ পরিসংখ্যান বলছে, গত ২৩ বছরে রাজ্যে ভোটার সংখ্যা বৃদ্ধি হয়েছে প্রায় ৬৭.২৮ শতাংশ। তবে এই বৃদ্ধি রাজ্যজুড়ে সমান নয় — মূলত সীমান্তবর্তী জেলাগুলিতেই অস্বাভাবিক হারে বেড়েছে ভোটার সংখ্যা।
২০০২ থেকে ২০২৫ — এই সময়সীমায় ভোটার বৃদ্ধির যে হিসেব সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে—
* উত্তর দিনাজপুরে ভোটার বৃদ্ধি ১০৫% — অর্থাৎ দ্বিগুণেরও বেশি
* মালদহে বৃদ্ধি ৯৫%
* জলপাইগুড়িতে ৮২%
* উত্তর ২৪ পরগনায় ৮৩%
* দক্ষিণ ২৪ পরগনায় ৭২%
/filters:format(webp)/anm-bengali/media/media_files/GhLIsuwvsVZhThlEUVWM.webp)
এর বিপরীতে কলকাতায় ভোটার বৃদ্ধির হার মাত্র ৪ শতাংশ, যা রাজ্যের বাকি পরিসংখ্যান থেকে সম্পূর্ণ আলাদা ছবি তুলে ধরে। পরিসংখ্যান অনুযায়ী— ২০০২-২০০৯: ভোটার বৃদ্ধি ১২%, ২০০৯-২০১৭: ভোটার বৃদ্ধি ২১.৮% (সবচেয়ে বেশি বৃদ্ধি এই সময়েই) এবং ২০১৭-২০২৫: ভোটার বৃদ্ধি ১২%। অর্থাৎ, ২০০৯ থেকে ২০১৭, যখন বামফ্রন্ট শাসন শেষ হয়ে তৃণমূল সরকার ক্ষমতায় আসে, সেই সময়সীমাতেই ভোটার বৃদ্ধির হার সর্বোচ্চ।
এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ায় ইতিমধ্যেই নথি যাচাই, নাম সংশোধন ও জন্ম শংসাপত্র সংগ্রহ নিয়ে রাজ্য জুড়ে উদ্বেগ ও আলোচনা চলছে। এরমধ্যেই ভোটার বৃদ্ধির এই পরিসংখ্যান রাজনৈতিক তাপমাত্রা আরও বাড়িয়ে দিল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us