SIR তালিকাভুক্ত রাজ্যগুলিতে ভোটার তালিকা ফ্রিজ আজ রাত থেকে

নাম ছিল কিনা তা মেলানোর চেষ্টা করবেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
voter list

File Picture

নিজস্ব সংবাদদাতা: ১২টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে SIR (বিশেষ নিবিড় সংশোধন) এর দ্বিতীয় পর্যায় শুরু হচ্ছে। এদিন সেই প্রসঙ্গে সিইসি জ্ঞানেশ কুমার এদিন বলেন, “যেসব রাজ্যে SIR করা হবে, সেইসব রাজ্যের ভোটার তালিকা আজ রাত ১২টায় ফ্রিজ করা হবে। BLO-দের দ্বারা সেই তালিকার সমস্ত ভোটারদের অনন্য গণনা ফর্ম দেওয়া হবে। এই গণনা ফর্মগুলিতে বর্তমান ভোটার তালিকা থেকে সমস্ত প্রয়োজনীয় তথ্য থাকবে। BLO-রা বিদ্যমান ভোটারদের ফর্ম বিতরণ শুরু করার পর, যাদের নাম গণনা ফর্মে রয়েছে তারা সকলেই ২০০৩ সালের ভোটার তালিকায় তাদের নাম ছিল কিনা তা মেলানোর চেষ্টা করবেন। যদি হ্যাঁ, তবে তাদের কোনও অতিরিক্ত নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। যদি তাদের নাম না থাকে, তবে তাদের পিতামাতার নাম তালিকায় থাকে, তবে তাদেরও কোনও অতিরিক্ত নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত SIR-এর ভোটার তালিকা http://voters.eci.gov.in-এ যে কেউ দেখতে পাবে এবং তারা নিজেরাই এটি মেলাতে পারবে”।