যশোভূমির অন্দরমহল! উদ্বোধনের আগেই ভাইরাল! দেখুন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দিল্লির দ্বারকায় অবস্থিত 'যশোভূমি'-র উদ্বোধন করবেন। উৎসর্গ করবেন দেশবাসীকে। তার আগেই ভাইরাল অন্দরসজ্জা। দেখুন ভিডিও।

author-image
Pallabi Sanyal
16 Sep 2023
assdewd

নিজস্ব সংবাদদাতা : আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। ওই দিন তিনি উদ্বোধন করতে চলেছেন  ভারতের বৃহত্তম সম্মেলন এবং এক্সপো সেন্টার যশোভূমির। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টার (IICC) দ্বারকার সেক্টর ২৫-এ অবস্থিত। সদ্য অনুষ্ঠিত হওয়া জি-২০ সম্মেলনের ভেন্যু ভারত মণ্ডপমের থেকেও বড় এই যশোভূমি। আগামীকাল উদ্বোধন। তার আগেই ভাইরাল যশোভূমির অন্দরমহলের লুক। চমকপ্রদ নতুন কনভেনশন সেন্টারে নজর কাড়া ডিজাইনের পাশাপাশি রয়েছে অত্যাধুনিক সুযোগ-সুবিধা। দেওয়ালে রয়েছে এলইডি। ২২৫ একর জায়গা জুড়ে অবস্থিত কনভেনশন সেন্টারটি। এটি আয়তনে  ভারত মণ্ডপমের ১১২৩ একর জায়গারো বেশি।এই কনভেনশন সেন্টারটি ভারতে মেগা আন্তর্জাতিক এবং জাতীয় সম্মেলন করার জন্য ডিজাইন করা হয়েছে। G20 শীর্ষ সম্মেলনের মতো ইভেন্টও এখানে অনুষ্ঠিত হতে পারে। দেখুন ভিডিও।