দিল্লিতে ধুমধাম করে পালন করা হবে দূর্গা পুজো ! বড় পদক্ষেপ নিতে চলেছে বিজেপি

কি বললেন বীরেন্দ্র সচদেভা ?

author-image
Debjit Biswas
New Update
Durga

নিজস্ব সংবাদদাতা : এবার আসন্ন দূর্গা পুজো ভালোভাবে আয়োজন করার জন্য দিল্লির বিভিন্ন পূজা কমিটির সঙ্গে বৈঠকে বসলেন দিল্লির বিজেপি রাজ্য সভাপতি বীরেন্দ্র সচদেভা। তিনি বলেন, ''এই ধরনের ধর্মীয় উৎসব আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ।'' এছাড়াও তিনি বলেন,''আজ সমস্ত দূর্গা পুজো কমিটির সদস্যরা এখানে এসেছেন।  দূর্গা পুজো ভালোভাবে আয়োজিত হওয়া উচিত। এই ধরনের ধর্মীয় উৎসব আমাদের সংস্কৃতির অংশ।"

vrensra sachdeva

এরপর তিনি আরও বলেন,''আজ আমরা এই বিষয়ে আলোচনা করতে এসেছি  যে কীভাবে রাজ্য সরকার এই পুজো  আয়োজনের ক্ষেত্রে সবরকম সাহায্য করতে পারে।''