নিজস্ব সংবাদদাতাঃ বুধবার অর্থাৎ আজ বিজেপির জাতীয় সম্পাদক তথা রাজস্থানের দলের সহ-দায়িত্বপ্রাপ্ত বিজয়া রাহাতকর বলেছেন, "প্রধানমন্ত্রী মোদীকে হ্যাটট্রিক করতে পেরে রাজস্থানের মানুষ উচ্ছ্বসিত। আমরা আবার ২৫টি আসনে জিতব। এই জন্য সাধারণ মানুষ ও দলীয় কর্মীরা কাজ করছেন। ৫ এপ্রিল চুরু এবং ৬ এপ্রিল পুষ্করে জনসভা হবে, প্রধানমন্ত্রী মোদীর জনসভা চলবে।"