নিজস্ব সংবাদদাতা : এবার আসন্ন বিহার নির্বাচনের, নির্বাচনী ফলাফল নিয়ে বড় মন্তব্য করলেন বিহারের উপ মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা। তিনি বলেন,''বিহারে কংগ্রেস এবং আরজেডি-র পতন নিশ্চিত, এবং ২০২৫ সালের বিধানসভা নির্বাচনের ফল ওদের জন্য ২০১০ সালের চেয়েও খারাপ হবে।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/hyBUggPibhH2Z86Fdjvn.jpg)
এরপর তিনি বলেন,''যারা বিহারিদের অপমান করে, বিহারের জনগণ এবার তাদের জবাব দেবে।"
২০১০-এর থেকেও খারাপ অবস্থা হবে কংগ্রেসের ! বিহারের নির্বাচনী ফলাফল নিয়ে বড় মন্তব্য করলেন বিজয় কুমার সিনহা
কি বললেন বিহারের উপ মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা ?
নিজস্ব সংবাদদাতা : এবার আসন্ন বিহার নির্বাচনের, নির্বাচনী ফলাফল নিয়ে বড় মন্তব্য করলেন বিহারের উপ মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা। তিনি বলেন,''বিহারে কংগ্রেস এবং আরজেডি-র পতন নিশ্চিত, এবং ২০২৫ সালের বিধানসভা নির্বাচনের ফল ওদের জন্য ২০১০ সালের চেয়েও খারাপ হবে।''
এরপর তিনি বলেন,''যারা বিহারিদের অপমান করে, বিহারের জনগণ এবার তাদের জবাব দেবে।"