ভোটের আগেই হেরে গেল উদ্ধব ঠাকরে, বড় জয় শিন্ডের! যোগ হেভিওয়েট নেতার

ভোটের মুখে ফের বড়সড় ধাক্কা খেল উদ্ধব ঠাকরে।

author-image
Aniruddha Chakraborty
New Update
।ক,ন

নিজস্ব সংবাদদাতাঃ এবারের নির্বাচনে বড় ধাক্কা খেল উদ্ধব ঠাকরের শিবসেনা। প্রচার চলতে চলতে নাসিকের এক সহকর্মী ঠাকরের পাশ ছেড়ে চলে গিয়েছেন। উদ্ধব ঠাকরের একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত বিজয় করঞ্জকর। জানা গিয়েছে, অবশেষে শিন্ডের শিবসেনায় যোগ দিলেন ঠাকরে গোষ্ঠীর নেতা বিজয় করঞ্জকর। সূত্রে খবর, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের উপস্থিতিতে শিবসেনায় যোগ দেন বিজয় করঞ্জকর।

মক,ম্ন

Add 1