হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ ৭টা জীবন, কাঁদছে দেশ

ভয়াবহ রূপ নিল মুম্বাইয়ের গোরেগাঁওয়ের বহুতলের আগুন। আগুনের গ্রাসে এসে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৭ জন। ৩৯ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

author-image
SWETA MITRA
New Update
goregaon.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ভয়াবহ কাণ্ড ঘটে গিয়েছে মুম্বাইতে। মুম্বাইয়েরগোরেগাঁও (Goregaon Fire)এলাকায়ভয়াবহঅগ্নিকাণ্ডে৫১জনআহতহয়েছেন।এখনপর্যন্তজনেরমৃত্যুরখবরপাওয়াগেছে।জনেরঅবস্থাআশঙ্কাজনক, ৩৫জনকেচিকিৎসাদেওয়াহচ্ছেএবংআহতদেরমধ্যেজনকেছেড়েদেওয়াহয়েছে বলে খবর। এদিকে এই অগ্নিকাণ্ডে নিহতের এক আত্মীয় বলেন, 'আমাদের পরিবারের সদস্য ও আত্মীয়রা সেখানে ছিলেন। আমার পিসি মারা গেছেন। রাত দেড়টার দিকে শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়ে। আগুন সপ্তম তলায় ছড়িয়ে পড়ে। আমাদের পরিবার থেকে একটি মৃতদেহ হাসপাতালের কাছে রয়েছে। তারা বলেছে যে তারা এক ঘন্টার মধ্যে এটি হস্তান্তর করবে।"

 আরও একনিহতেরআত্মীয়বলেন, “আমরাসকাল৮টারদিকেআগুনলাগারখবরপাই।আমরাযখনএখানেএসেচেককরি, তখনআমরাজানতেপারিযেআমার ননদএবংআমাদেরপরিবারেরএকমেয়েমারাগেছে। অনেকলোকআহতহয়েছে, এবংআমারপরিবারেরদু'জনমারাগেছে।“