উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন দেশের জনগণকে দীপাবলির শুভেচ্ছা জানালেন

দীপাবলি হোক আলো, ঐক্য ও সমৃদ্ধির প্রতীক — বার্তায় জানালেন উপরাষ্ট্রপতি।

author-image
Aniket
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন দেশের নাগরিকদের প্রতি দীপাবলি উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। তিনি বলেছেন, দীপাবলি এমন এক উৎসব যা অন্ধকারের উপর আলোর, অসত্যের উপর সত্যের এবং অন্যায়ের উপর ন্যায়ের বিজয়কে স্মরণ করিয়ে দেয়। এই উৎসব সমাজে শান্তি, সম্প্রীতি ও ঐক্যের বার্তা বহন করে নিয়ে আসে।

রাধাকৃষ্ণন তাঁর শুভেচ্ছা বার্তায় প্রত্যেক ভারতবাসীর জীবনে সুখ, সমৃদ্ধি ও আশার আলো ছড়িয়ে পড়ুক—এই কামনা করেন। তিনি নাগরিকদের আহ্বান জানান, দীপাবলি যেন পরিবেশবান্ধব উপায়ে উদ্‌যাপন করা হয় এবং সমাজে ভালোবাসা ও পারস্পরিক সহমর্মিতা আরও দৃঢ় হয়।

উপরাষ্ট্রপতির বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, দীপাবলির আলো আমাদের সকলের জীবনে নতুন উদ্যম ও ইতিবাচকতার প্রতীক হোক, যাতে জাতি একসঙ্গে অগ্রগতির পথে এগিয়ে যেতে পারে।

G3q_YDwWAAA08p8