নিজস্ব সংবাদদাতা: আরএসএস-এর শতবর্ষ উদ্যাপন উপলক্ষে সংঘপ্রধান মোহন ভাগবতের ভাষণ নিয়ে রাজনৈতিক মহল ও সমাজজুড়ে আলোচনা চলছে। এদিন বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সভাপতি অলোক কুমার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “যাঁরা বলেন যে আরএসএস একটি গোপন সংস্থা, তাঁদের চোখ এবার খুলে যাওয়ার কথা। সরসঙ্ঘচালক প্রত্যেকটি প্রশ্নের সরাসরি উত্তর দিয়েছেন। আশা করি, আজকের বক্তব্য থেকে সকলে আরএসএস সম্পর্কে অনেক কিছু শিখতে পেরেছেন এবং তাঁদের সব সংশয়ও কেটে গিয়েছে।”
/anm-bengali/media/post_attachments/44e144d0-e68.png)
অলোক কুমার আরও দাবি করেন, সংঘের শতবর্ষ উদ্যাপন শুধু একটি সাংগঠনিক অনুষ্ঠান নয়, বরং এটি একটি সামাজিক বার্তা বহন করছে। তাঁর কথায়, “আরএসএস সর্বদা সমাজের মূলধারার সঙ্গে যুক্ত থেকে কাজ করেছে। সংগঠনের নীতি, দর্শন ও কার্যপদ্ধতি নিয়ে যাঁদের বিভ্রান্তি ছিল, সর্সঙ্ঘচালকের বক্তব্য তাঁদের সেই ভুল ধারণা ভেঙে দেবে।” প্রসঙ্গত, আরএসএস প্রতিষ্ঠার শতবর্ষ উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানে সংঘপ্রধান মোহন ভাগবত দীর্ঘ ভাষণ দেন। সেখানে তিনি আরএসএস-এর কার্যকলাপ, সমাজে ভূমিকা, এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে বিশদে আলোচনা করেন। রাজনৈতিক মহলের মতে, আরএসএস প্রধানের বক্তব্য সংগঠনকে ঘিরে নানা অভিযোগ ও সংশয়ের জবাব হিসেবে ধরা যেতে পারে। তবে বিরোধীরা এখনও এই ভাষণ নিয়ে নিজস্ব সমালোচনামূলক অবস্থান বজায় রেখেছে। সংঘপন্থী মহলের আশা, শতবর্ষ উদ্যাপন উপলক্ষে সর্সঙ্ঘচালকের বক্তব্য আগামী দিনে সংগঠনের ভাবমূর্তি আরও সুদৃঢ় করবে।
আরএসএস-এর শতবর্ষ উদযাপনে মোহন ভাগবতের ভাষণকে ঘিরে মন্তব্য করলেন ভিএইচপি প্রধান
আরএসএস-এর শতবর্ষ উদযাপনে মোহন ভাগবতের ভাষণ।
নিজস্ব সংবাদদাতা: আরএসএস-এর শতবর্ষ উদ্যাপন উপলক্ষে সংঘপ্রধান মোহন ভাগবতের ভাষণ নিয়ে রাজনৈতিক মহল ও সমাজজুড়ে আলোচনা চলছে। এদিন বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সভাপতি অলোক কুমার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “যাঁরা বলেন যে আরএসএস একটি গোপন সংস্থা, তাঁদের চোখ এবার খুলে যাওয়ার কথা। সরসঙ্ঘচালক প্রত্যেকটি প্রশ্নের সরাসরি উত্তর দিয়েছেন। আশা করি, আজকের বক্তব্য থেকে সকলে আরএসএস সম্পর্কে অনেক কিছু শিখতে পেরেছেন এবং তাঁদের সব সংশয়ও কেটে গিয়েছে।”
অলোক কুমার আরও দাবি করেন, সংঘের শতবর্ষ উদ্যাপন শুধু একটি সাংগঠনিক অনুষ্ঠান নয়, বরং এটি একটি সামাজিক বার্তা বহন করছে। তাঁর কথায়, “আরএসএস সর্বদা সমাজের মূলধারার সঙ্গে যুক্ত থেকে কাজ করেছে। সংগঠনের নীতি, দর্শন ও কার্যপদ্ধতি নিয়ে যাঁদের বিভ্রান্তি ছিল, সর্সঙ্ঘচালকের বক্তব্য তাঁদের সেই ভুল ধারণা ভেঙে দেবে।” প্রসঙ্গত, আরএসএস প্রতিষ্ঠার শতবর্ষ উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানে সংঘপ্রধান মোহন ভাগবত দীর্ঘ ভাষণ দেন। সেখানে তিনি আরএসএস-এর কার্যকলাপ, সমাজে ভূমিকা, এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে বিশদে আলোচনা করেন। রাজনৈতিক মহলের মতে, আরএসএস প্রধানের বক্তব্য সংগঠনকে ঘিরে নানা অভিযোগ ও সংশয়ের জবাব হিসেবে ধরা যেতে পারে। তবে বিরোধীরা এখনও এই ভাষণ নিয়ে নিজস্ব সমালোচনামূলক অবস্থান বজায় রেখেছে। সংঘপন্থী মহলের আশা, শতবর্ষ উদ্যাপন উপলক্ষে সর্সঙ্ঘচালকের বক্তব্য আগামী দিনে সংগঠনের ভাবমূর্তি আরও সুদৃঢ় করবে।