BREAKING: পহেলগাঁও হামলার বিরুদ্ধে এবার 'আক্রোশ যাত্রা'-র ডাক দিলো বিশ্ব হিন্দু পরিষদ !

আজ বিকেল ৫টায় দিল্লির ইস্ট অব কৈলাশ,ইস্কন মন্দির এবং ৫:৪৫-এ বদরপুর থেকে এই 'আক্রোশ যাত্রা' শুরু হবে।

author-image
Debjit Biswas
New Update
LASHKAR

নিজস্ব সংবাদদাতা : পহেলগাঁও হামলার বিরুদ্ধে এবার দিল্লিতে 'আক্রোশ যাত্রা'-র ডাক দিলো বিশ্ব হিন্দু পরিষদ ! আজ এই বিষয়ে বিশ্ব হিন্দু পরিষদের নেতা বিনোদ বনসাল বলেন,''সন্ত্রাসীরা এমন পর্যটকদের যাচাই করার জন্য এমনসব যাচাই পদ্ধতি ব্যবহার করেছিল, যা নিরাপত্তা বাহিনীও কখনও ব্যবহার করে না। এই সন্ত্রাসীরা মনস্থির করেই রেখেছিল যেন কোনও মুসলিম তাদের হাতে নিহত না হয়।"

VINOD BANSAL

এরপর তিনি বলেন,"ভারতের প্রতিটি নাগরিককে এখন ঐক্যবদ্ধ হয়ে দেশবিরোধী শক্তিকে নির্মূল করতে হবে।"