BREAKING: 'বন্দে মাতরম' নিয়ে আলোচনা, শাহ বললেন "কিছু মানুষ এটিকে বঙ্গের নির্বাচনের সঙ্গে যুক্ত করে দেখছেন"

এই নিয়ে কি বলেন শাহ?

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: রাজ্যসভায় কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ 'বন্দে মাতরম' নিয়ে আলোচনা শুরু করেছেন। 

অমিত শাহ বলেন- 'যারা আজ 'বন্দে মাতরম' নিয়ে আলোচনা কেন হচ্ছে তা বোঝে না, তাদের নিজেদের বোঝাপড়ার ওপর ভাবনার প্রয়োজন আছে। কিছু মানুষ এটিকে পশ্চিমবঙ্গের নির্বাচনের সঙ্গে জুড়ে দেখছেন, যা সঠিক নয়। এটি ঠিক যে বঙ্কিম বাবুর পটভূমি পশ্চিমবঙ্গ ছিল, কিন্তু 'বন্দে মাতরম' কেবল পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ ছিল না। আজও সীমান্তে সৈন্য তার সর্বোচ্চ আত্মত্যাগ দেয়, তার মুখে একটাই মন্ত্র থাকে, সেটা হল 'বন্দে মাতরম'। 'বন্দে মাতরম'-এর স্লোগান স্বাধীনতার ঘোষণার স্লোগান হয়ে উঠেছিল। এটি স্বাধীনতার অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিল। 'বন্দে মাতরম'-এর উভয় কক্ষে আলোচনা থেকে আমাদের শিশু, কিশোর, যুবক এবং আসন্ন অনেক প্রজন্ম এর গুরুত্বকে বুঝবে"।

Vande Mataram Rajya Sabha Debate