ভারতীয় রেল চুক্তিবদ্ধ হল রাশিয়ার সংস্থার সঙ্গে

এবার বন্দে ভারতে স্লিপার কোচ আনতে আরও একধাপ এগোল ভারতীয় রেল। ভারতীয় রেল এবার চুক্তিবদ্ধ হল, রাশিয়ার সংস্থা কিনেট রেলওয়ে সলিউশনসের সঙ্গে, যা রাশিয়ার মেট্রোগোনামাশ ও ইলেকট্রনিক লোকোমোটিভ সিস্টেমের একটি যৌথ উদ্যোগ।

ন্দে ভারতকে ৩৫ বছরের রক্ষণাবেক্ষণেরও পরিষেবা

ভারতীয় রেলের সঙ্গে কিনেট রেলওয়ে সলিউশনের যে চুক্তি হয়েছে, তাতে রাশিয়ার ওই সংস্থা ১২০ টি বন্দে ভারত প্যাসেঞ্জার স্লিপার ট্রেন তৈরি করবে। বন্দে ভারতকে ৩৫ বছরের রক্ষণাবেক্ষণেরও পরিষেবা দেবে।

রাশিয়ান উদ্যোগে বিধি আরোপ করেছে আমেরিকা

স্লিপার কোচ সম্পন্ন এই বন্দে ভারত নির্মাণে প্রথম সমস্যাটিই ছিল ইউক্রেন-রাশিয়া যুদ্ধ আবহে মার্কিনি পদক্ষেপ ঘিরে। বহু রাশিয়ান উদ্যোগে বিধি আরোপ করেছে আমেরিকা।