/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ভারতে জোরপূর্বক ধর্মান্তর করার অভিযোগে উত্তর পরদেশ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন ৬ জন জেহাদি মনোভাবাপন্ন যুবক। আর এইবার এই বিষয়েই বেশকিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হল উত্তরাখন্ড পুলিশের তরফ থেকে। এই বিষয়ে দেরাদুনের এসএসপি (SSP) অজয় সিং জানিয়েছেন,''২০১৪-১৫ সালে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়া আবদুল রহমান নামের এক ব্যক্তির সূত্র ধরেই এই তদন্তের শুরু হয়। এরপর এই তদন্তে উঠে আসে এক ভুক্তভোগীর নাম, ধর্মান্তরের পর যার নাম রাখা হয়েছিল মেরিয়ম। তাঁর অভিযোগ, তাঁকে জোর করে ধর্মান্তরে বাধ্য করা হয়েছিল। তাঁর অভিযোগের ভিত্তিতেই এই মামলা রুজু করা হয়। পরবর্তী তদন্তে আরও বেশকিছু ভুক্তভোগীকে শনাক্ত করা হয়।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/lerw7tqWahrEZRhtCVpb.jpeg)
এরপর তিনি আরও জানান,''এই ঘটনার সঙ্গে পাকিস্তান ও দুবাইয়ের একটি বড়মাপের গ্যাং যুক্ত রয়েছে, এবং এদের সঙ্গেই যোগাযোগ রয়েছে এই অভিযুক্তদের।'' পুলিশের মতে,আগ্রা ও দেরাদুন পুলিশ যৌথভাবে এই কেসে কাজ করছে, এবং ভবিষ্যতে এই বসিহয়ে আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
#WATCH | Dehradun, Uttarakhand | Dehradun SSP Ajay Singh says, "...A team of Agra Police from UP came here 10 days ago in regard to a case. A man named Abdul Rehman was converted to Islam from Hinduism in 2014-15. When we investigated the case, we learned about a victim whose… pic.twitter.com/Nq5YW3DEir
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) July 26, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us