'মেক ইন ইন্ডিয়া' এবং 'স্কিল ইন্ডিয়া', নতুন ভারতের নতুন কাশ্মীর!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাশ্মীর সফর নিয়ে বিশেষ টুইট করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

author-image
Probha Rani Das
New Update
vbnvbnm39.jpg

নিজস্ব সংবাদদাতাঃউত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি টুইট করে জানিয়েছেন, “নতুন ভারতের নতুন কাশ্মীরমাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি-র নেতৃত্বে আজ কাশ্মীর সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদের আগুন থেকে বেরিয়ে এসে উন্নয়নের পথে এগিয়ে চলেছে।

vbnvbnm37.jpg

তিনি আরও বলেছেন, “'মেক ইন ইন্ডিয়া' এবং 'স্কিল ইন্ডিয়া'র মতো অভিযানে সামিল হয়ে কাশ্মীরের যুবকরা স্বরোজগারের দিকে এগিয়ে চলেছেন। আজ কাশ্মীরের স্থানীয় পণ্য একটি নতুন পরিচয় পাচ্ছে এবং এই পণ্যগুলি কাশ্মীর থেকে বেরিয়ে এসে বিশ্বের প্রতিটি কোণে পৌঁছে যাচ্ছে। কাশ্মীরের এই বদলে যাওয়া ছবি প্রধানমন্ত্রীর দেওয়া 'সবকা সাথ, সবকা বিকাশ ও সবকা বিশ্বাস'-এর মন্ত্র পূরণ করছে।” 

vbnvbnm38.jpg

Add 1