উত্তরাখণ্ডে স্বগৌরবে উদযাপিত হল দশেরা

বিজয়া দশমীতে যোগ দিলেন দশেরার অনুষ্ঠানে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
GZs_WDubsAATQoH

File Picture

নিজস্ব সংবাদদাতা: উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বিজয়া দশমীতে যোগ দিলেন দশেরার অনুষ্ঠানে। দেরাদুনের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত দশেরা উৎসবে এদিন যোগ দেন তিনি। সবার সাথেই আনন্দে মেতে ওঠেন মুখ্যমন্ত্রী।