একই দিনে দুটো গিনিস রেকর্ড উত্তরপ্রদেশের! কী কী জানলে অবাক হয়ে যাবেন

দীপাবলির উৎসবে একসঙ্গে দুটো বিশ্ব রেকর্ড উত্তরপ্রদেশের।

author-image
Tamalika Chakraborty
New Update
world record judge

নিজস্ব সংবাদদাতা: অযোধ্যার দীপোৎসবে উত্তরপ্রদেশ সরকার গড়ল দুটি নতুন গিনেস বিশ্বরেকর্ড। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর কর্মকর্তা নিশ্ছল বারোট জানালেন, ‘‘এটা ছিল এক অসাধারণ দীপোৎসব, বহু বছর ধরে এই স্মৃতি রয়ে যাবে।’’ এবারের দীপোৎসবে ২৬,১৭,২১৫টি প্রদীপ একসঙ্গে জ্বালানো হয়েছে, যা বিশ্বে সর্বোচ্চ। অফিসিয়াল নিয়ম মেনে গিনেস কর্তৃপক্ষের দল সংখ্যা ভেরিফাই করেছে ও রেকর্ডের শংসাপত্র দিয়েছে। কর্মকর্তা বলেন, রেকর্ড সফল হওয়ায় তাঁরা খুবই আনন্দিত। দীপাবলির রাতে রাম কি পৈড়ি, সরযূ ঘাট সহ গোটা শহর আলোয় সেজে উঠেছিল। এই আনন্দ ও ঐতিহ্য অযোধ্যাকে আবারও বিশ্বমঞ্চে তুলে ধরল।

sarju ghat diwali