নববধূরা পাবে নগদ এক লক্ষ টাকা ! বাম্পার ঘোষণা করলো রাজ্য সরকার

নববধূদের জন্য এক লক্ষ টাকার সহায়তা ঘোষণা করলো রাজ্য সরকার।

author-image
Debjit Biswas
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা : নববধূদের জন্য এবার বাম্পার ঘোষণা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আজ তিনি বলেন, ''মুখ্যমন্ত্রী গণবিবাহ যোজনার আওতায় প্রতিটি নববধূকে, উত্তর প্রদেশ সরকারের তরফ থেকে ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।''

yogi adityanath rt1.jpg

 এই বিষয়ে তিনি আরও বলেন যে, ''উত্তর প্রদেশ সরকার সমাজের দুর্বল ও নিম্নবিত্ত পরিবারের মেয়েদের স্বাবলম্বী করতে চায়। এই আর্থিক সহায়তা তাদের নতুন জীবন শুরুর ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হবে।"