নেকড়ের হামলায় উত্তেজনা বাড়ছে! টেনে নিয়ে গেল দুই বছরের শিশুকে

উত্তরপ্রদেশের বন বিভাগের তরফে জানানো হয়েছে, ছয়টি নেকড়ের মধ্যে ৪টি ধরা পড়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
wolf uttarpradesh



নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের বন বিভাগের মহাব্যবস্থাপক সঞ্জয় পাঠক বলেছেন, "টিম এখানে কাজ করছে, সম্ভাব্য এলাকায় অবস্থান পর্যবেক্ষণ করতে ড্রোন ব্যবহার করা হচ্ছে, সেসব স্থানে খাঁচা স্থাপন করা হয়েছে। চেষ্টা চলছে। আমাদের সবার সহযোগিতা প্রয়োজন। আমরা এখনই সতর্ক হওয়া দরকার। এখান থেকে তিনটি ড্রোন চালানো হচ্ছে। ছয়টি নেকড়ের মধ্যে চারটি ধরা হয়েছে, এবং ২টি পলাতক রয়েছে।"

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের বাহরাইচে নেকড়েদের আতঙ্ক অব্যাহত রয়েছে। নেকড়ের আক্রমণে  দুই বছর বয়সি একটি শিশু মারা গিয়েছে। তিনজন আহত হয়েছেন। বন বিভাগের আধিকারিকরা এলাকায় টহল দেওয়ার পরেও  হামলার ঘটনা ঘটেছে। নিহত শুরুর মা বলেছে, "ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে। আমার  ছয় মাসের মেয়ে কাঁদতে শুরু করে। ঘুম থেকে উঠে দেখি আমার দুই বছরের মেয়েকে নেকড়ে তুলে নিয়ে গিয়েছে। ছয় মাসের মেয়ের দুই হাতে নেকড়ে কামড় দিয়েছে। আমরা গরিব। আমাদের বাড়ির দরজার সামনে কোনও পাহারা ছিল না।"