বিহারে কংগ্রেসের ১৪ ডিসেম্বরের সমাবেশকে খোঁচা উপেন্দ্র কুশওয়াহা

“SIR বলে কোনো সমস্যা নেই, ভোট চুরির অভিযোগও ভিত্তিহীন”—মন্তব্য রাষ্ট্রীয় লোক মোর্চা প্রধানের।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-22 3.52.13 PM

নিজস্ব প্রতিনিধি: কংগ্রেস যে ১৪ ডিসেম্বর দিল্লির রামলীলা ময়দানে SIR ইস্যুতে বিশাল সমাবেশ করতে চলেছে, তা নিয়ে কটাক্ষ করলেন রাষ্ট্রীয় লোক মোর্চার প্রধান উপেন্দ্র কুশওয়াহা। তিনি বলেন, দেশের নানা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেগুলো মানুষের জীবন ও সমস্যার সঙ্গে সরাসরি যুক্ত। কংগ্রেস যদি সেইসব বিষয় তুলে ধরে, তা ভবিষ্যতে তাদের উপকারে আসতে পারে।

কুশওয়াহার দাবি, “SIR বলে কোনো ইস্যুই নেই। বিহারে বিরোধীরা বলছে ভোট চুরি হয়েছে, মানুষের নাম ভোটার লিস্ট থেকে কেটে দেওয়া হয়েছে—কিন্তু বাস্তবে কিছুই ঘটেনি। যদি সত্যিই এমন হতো, মানুষ রাস্তায় নামত।”