দীপ্তি শর্মার বাড়িতে বসেই ম্যাচ! ভারতের জয়ে কাপিল দেবের স্মৃতি ফেরালেন মন্ত্রী

মহিলা ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে ভারতকে সমর্থনে কেন্দ্রীয় মন্ত্রী এসপি সিং বাঘেল। দীপ্তি শর্মার বাড়ি থেকে ম্যাচ দেখে বললেন— ভারতের জয় হলে নারীশক্তির নতুন ইতিহাস তৈরি হবে, অনুপ্রাণিত হবে লক্ষ লক্ষ মেয়ে।

author-image
Tamalika Chakraborty
New Update
up minister

নিজস্ব সংবাদদাতা:  বিশ্বকাপ ফাইনালে ভারতীয় মহিলা ক্রিকেট দল। গোটা দেশ আজ নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে ইতিহাসের সাক্ষী হতে। এই আবহেই মহিলাদের ক্রিকেটে অসাধারণ সাফল্যের প্রশংসা করলেন কেন্দ্রীয় মন্ত্রী এসপি সিং বাঘেল।

তিনি জানান, অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনাল জয় করে ‘উইমেন ইন ব্লু’ ইতিমধ্যেই ইতিহাস লেখা শুরু করেছে, আর এখন ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ট্রফি ছিনিয়ে আনার লড়াই। তিনি বললেন, “আমি আজ ভারতীয় ক্রিকেটার দীপ্তি শর্মার বাড়ি থেকে ম্যাচ দেখছি। ভারতের জয়ের সম্ভাবনা অনেক বেশি। এই জয় হবে সেই ঐতিহাসিক মুহূর্তের মতোই, যখন করাচিতে কাপিল দেবের ভারত বিশ্বকাপ জিতেছিল। সেই জয় যেমন লক্ষ লক্ষ শিশুকে ক্রিকেট খেলতে অনুপ্রাণিত করেছিল, মেয়েদের এই সাফল্যও তেমনই বড় প্রভাব ফেলবে।”

women cricket team

মন্ত্রী আরও বলেন, “একসময় এই দেশে সতীপ্রথা, পরদা-প্রথা ছিল। আজ সেই দেশেই মেয়েরা বিশ্বজয়ের লড়াই খেলছে। এটাই নারীশক্তির জাগরণ। এই দল অসংখ্য মেয়েকে স্বপ্ন দেখতে শিখিয়েছে। কোটি কোটি মেয়ে আজ ক্রিকেট ব্যাট হাতে মাঠে নামতে চাইবে।”