নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী দয়াশঙ্কর সিংহ জানিয়েছেন, “ছট হল এমন এক উৎসব যা বিহারের পরিচয়ের প্রতীক। মনে হচ্ছে গোটা রাজ্য যেন একসঙ্গে থেমে গিয়ে আনন্দে মেতেছে। প্রত্যেক মানুষ এই উৎসবে ভক্তি আর ভালোবাসা নিয়ে অংশ নিচ্ছেন।”
তিনি আরও বলেন, “আজকের বিহার আগের চেয়ে অনেক বেশি উন্নত। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে রাজ্যের অবকাঠামো—রাস্তাঘাট, সেতু, বিদ্যুৎ, শিক্ষা—সব ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। সেই উন্নয়নই আজ মানুষের জীবনে সুখ ও গর্বের প্রতিচ্ছবি হয়ে উঠেছে।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/Go1HpHEBB5W2L3jWqgbX.jpg)
দয়াশঙ্কর সিংহের বক্তব্যে ছট উৎসবের আবেগ যেমন ফুটে উঠেছে, তেমনি বিহারের উন্নয়নের প্রশংসাও ঝরে পড়েছে। তাঁর ভাষায়, “এটা শুধু ধর্মীয় উৎসব নয়, এটা বিহারের আত্মার প্রতীক। এখানে মানুষের মধ্যে যে একতা আর উৎসবের আনন্দ দেখি, সেটা সত্যিই অনুপ্রেরণাদায়ক।”
ছটপূজার সময় গোটা বিহার জুড়ে এক বিশেষ আবহ তৈরি হয়েছে—নদীর ঘাটে ভিড়, আলোকসজ্জায় ভরা গ্রাম ও শহর, আর সূর্যদেবতাকে অর্ঘ্য দিতে প্রস্তুত হাজারো পরিবার। রাজ্যজুড়ে চলছে উৎসবের উৎসাহ, ভক্তির ভরে প্রতিটি গ্রাম আজ যেন আলোকিত।
ছট মানেই বিহারের প্রাণ! মুখ্যমন্ত্রী নীতিশের উন্নয়নেই বদলে গেছে রাজ্য—বললেন উত্তরপ্রদেশের মন্ত্রী
ছট উৎসব নিয়ে ইউপি মন্ত্রী দয়াশঙ্কর সিংহের মন্তব্যে প্রশংসার ঝড়। তিনি বলেন, বিহার উৎসবে থমকে গেছে, মানুষ আনন্দে মেতেছে।
নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী দয়াশঙ্কর সিংহ জানিয়েছেন, “ছট হল এমন এক উৎসব যা বিহারের পরিচয়ের প্রতীক। মনে হচ্ছে গোটা রাজ্য যেন একসঙ্গে থেমে গিয়ে আনন্দে মেতেছে। প্রত্যেক মানুষ এই উৎসবে ভক্তি আর ভালোবাসা নিয়ে অংশ নিচ্ছেন।”
তিনি আরও বলেন, “আজকের বিহার আগের চেয়ে অনেক বেশি উন্নত। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে রাজ্যের অবকাঠামো—রাস্তাঘাট, সেতু, বিদ্যুৎ, শিক্ষা—সব ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। সেই উন্নয়নই আজ মানুষের জীবনে সুখ ও গর্বের প্রতিচ্ছবি হয়ে উঠেছে।”
দয়াশঙ্কর সিংহের বক্তব্যে ছট উৎসবের আবেগ যেমন ফুটে উঠেছে, তেমনি বিহারের উন্নয়নের প্রশংসাও ঝরে পড়েছে। তাঁর ভাষায়, “এটা শুধু ধর্মীয় উৎসব নয়, এটা বিহারের আত্মার প্রতীক। এখানে মানুষের মধ্যে যে একতা আর উৎসবের আনন্দ দেখি, সেটা সত্যিই অনুপ্রেরণাদায়ক।”
ছটপূজার সময় গোটা বিহার জুড়ে এক বিশেষ আবহ তৈরি হয়েছে—নদীর ঘাটে ভিড়, আলোকসজ্জায় ভরা গ্রাম ও শহর, আর সূর্যদেবতাকে অর্ঘ্য দিতে প্রস্তুত হাজারো পরিবার। রাজ্যজুড়ে চলছে উৎসবের উৎসাহ, ভক্তির ভরে প্রতিটি গ্রাম আজ যেন আলোকিত।