/anm-bengali/media/media_files/HAXcNCJLupncMrXRatlc.jpg)
নিজস্ব সংবাদদাতা : উত্তরপ্রদেশের মুজাফফরনগরে এক যুবক তাঁর বিয়েতে বিপুল অঙ্কের যৌতুক প্রত্যাখ্যান করে সমাজে এক দৃষ্টান্ত স্থাপন করলেন। যৌতুকের মতো সামাজিক কুপ্রথা বন্ধ করার বার্তা দিয়ে অবধেশ কুমার রানা কনের পরিবার থেকে নেওয়া ৩১ লক্ষ টাকা ফিরিয়ে দেন এবং প্রতীকী হিসেবে কেবল মাত্র ১ টাকা গ্রহণ করেন।
গত ২২ নভেম্বর, শনিবার, অবধেশ কুমার রানার বিয়ে অনুষ্ঠিত হয়। সেই দিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি নিজেই সাংবাদিকদের বলেন,"আমি ২২ নভেম্বর, শনিবার বিয়ে করেছি। যখন আমরা সেখানে পৌঁছলাম, তারা থালায় ৩১ লক্ষ টাকা নিয়ে এলো। আমরা তা নিতে অস্বীকার করি এবং জানাই যে আমরা কোনো টাকা নেব না। আমরা কেবল ১ টাকা নেব।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/q6exwykSOGSyCyW5KWcS.png)
অবধেশ কুমার রানা তাঁর এই সিদ্ধান্তের মাধ্যমে সমাজের কাছে এক জোর বার্তা পৌঁছে দিতে চেয়েছেন। তিনি বলেন, যৌতুকের প্রথা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।
#WATCH | Muzaffarnagar, Uttar Pradesh: Awadhesh Kumar Rana returns dowry of Rs 31 Lakh on his wedding day.
— ANI (@ANI) November 29, 2025
He says, "... I got married on 22 November, Saturday... When we reached there, they brought Rs 31 Lakh in a plate. We refused and said that we would not take the money. We… pic.twitter.com/4DrT16iGBC
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us