New Update
/anm-bengali/media/media_files/zTxLfKSGt0tf1TOkjkzp.jpg)
নিজস্ব সংবাদদাতা: নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্তকে “অত্যন্ত প্রশংসনীয়” বলে মন্তব্য করলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। তিনি বলেন, “ভারতের নির্বাচন কমিশন যে উদ্যোগ নিয়েছে, তা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। ভোটার তালিকায় শুধুমাত্র সেইসব মানুষের নাম থাকা উচিত, যারা প্রকৃত অর্থে যোগ্য ও ভারতের নাগরিক।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/ptZazX8bL4oqh096eZ8B.jpg)
পাঠকের দাবি, দেশে এমন বহু জায়গায় অভিযোগ উঠেছে যে, কিছু বিদেশি নাগরিক বা অনাগরিক ব্যক্তির নাম ভুলবশত ভোটার তালিকায় যুক্ত হয়েছে। সেই বিষয়টি পরীক্ষা করে দেখা জরুরি। তিনি বলেন, “যারা বিদেশি নাগরিক হয়ে কোনো কারণে ভোটার হয়েছেন, তাদের শনাক্ত করা দরকার। এটি একটি সাহসী ও প্রয়োজনীয় পদক্ষেপ, যার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us