নিজস্ব সংবাদদাতা: বিহার নির্বাচনে NDA-র জয়ের পর পশ্চিমবঙ্গের দিকে আরও একবার রাজনৈতিক বার্তা ছুড়ে দিলেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিহারে যে ঐতিহাসিক বিজয় হয়েছে, তাতে বোঝা যাচ্ছে মানুষ উন্নয়নের রাজনীতি চায়। আর সেই আস্থা নিয়েই এবার পশ্চিমবঙ্গে "জঙ্গলরাজের অবসান" ঘটিয়ে সরকার গড়ার লক্ষ্যে এগোচ্ছে বিজেপি।
মৌর্য বলেন, “বিহারের মানুষ NDA-কে যে আস্থা ও আশীর্বাদ দিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। মোদি জির নেতৃত্বে এই জয় ঐতিহাসিক। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গেও আমরা জঙ্গলরাজ শেষ করব, মানুষকে সুশাসন দেব এবং সেখানে বিজেপির সরকার প্রতিষ্ঠা করব।” তাঁর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ তৈরি হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/7P64FSJOt2EVdgG2MXKe.jpg)
বিরোধী শিবিরের দাবি, বিহারে জয়ের পর বিজেপি এখন আবার বাংলার ভোট ব্যাংক কাঠামোকে নাড়া দিতে চাইছে। অন্যদিকে, বিজেপি নেতৃত্বের বক্তব্য—মৌর্যের মন্তব্য কোনও রাজনৈতিক শ্লোগান নয়, এটি বাংলার বাস্তব পরিস্থিতি বদলের অঙ্গীকার। বিহারের ফল প্রকাশের পর থেকেই এনডিএ শিবিরে উচ্ছ্বাস, আর সেই আবহে পশ্চিমবঙ্গ নিয়ে বিজেপির বক্তব্য নতুন করে রাজনৈতিক সমীকরণ তৈরি করছে।
বিহারের জয় ‘ট্রেলার’, আসল ছবি নাকি বাংলায়? বিস্ফোরক মন্তব্য কেশব মৌর্যের
বিহার নির্বাচনে NDA-র ঐতিহাসিক জয়ের পরে পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে রাজনীতির পারদ চড়ালেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিহারে উন্নয়নের রাজনীতি জয়ী হয়েছে এবং সেই ধারা পশ্চিমবঙ্গেও দেখা যাবে।
নিজস্ব সংবাদদাতা: বিহার নির্বাচনে NDA-র জয়ের পর পশ্চিমবঙ্গের দিকে আরও একবার রাজনৈতিক বার্তা ছুড়ে দিলেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিহারে যে ঐতিহাসিক বিজয় হয়েছে, তাতে বোঝা যাচ্ছে মানুষ উন্নয়নের রাজনীতি চায়। আর সেই আস্থা নিয়েই এবার পশ্চিমবঙ্গে "জঙ্গলরাজের অবসান" ঘটিয়ে সরকার গড়ার লক্ষ্যে এগোচ্ছে বিজেপি।
মৌর্য বলেন, “বিহারের মানুষ NDA-কে যে আস্থা ও আশীর্বাদ দিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। মোদি জির নেতৃত্বে এই জয় ঐতিহাসিক। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গেও আমরা জঙ্গলরাজ শেষ করব, মানুষকে সুশাসন দেব এবং সেখানে বিজেপির সরকার প্রতিষ্ঠা করব।” তাঁর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ তৈরি হয়েছে।
বিরোধী শিবিরের দাবি, বিহারে জয়ের পর বিজেপি এখন আবার বাংলার ভোট ব্যাংক কাঠামোকে নাড়া দিতে চাইছে। অন্যদিকে, বিজেপি নেতৃত্বের বক্তব্য—মৌর্যের মন্তব্য কোনও রাজনৈতিক শ্লোগান নয়, এটি বাংলার বাস্তব পরিস্থিতি বদলের অঙ্গীকার। বিহারের ফল প্রকাশের পর থেকেই এনডিএ শিবিরে উচ্ছ্বাস, আর সেই আবহে পশ্চিমবঙ্গ নিয়ে বিজেপির বক্তব্য নতুন করে রাজনৈতিক সমীকরণ তৈরি করছে।