স্মৃতি ইরানী VS রাহুল গান্ধী! আমেঠি আসন কার হবে?

কংগ্রেস আরও একবার উত্তরপ্রদেশের লোকসভা আসনের দিকে নজর রাখছে। ২০১৯ সালের মতো ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও আমেঠিতে বড় লড়াই হতে পারে। কংগ্রেসের রাহুল গান্ধী এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) স্মৃতি ইরানির মধ্যে আকর্ষণীয় প্রতিদ্বন্দ্বিতা হতে পারে।

author-image
SWETA MITRA
আপডেট করা হয়েছে
New Update
amethi rahul.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ সালের লোকসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তবুও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) কোন আসন থেকে লড়বেন সে সম্পর্কে জানা গিয়েছে। উত্তরপ্রদেশকংগ্রেসসভাপতিঅজয়রাই (Ajay Rai) জানিয়েছেন রাহুল আমেঠি (Amethi) আসন থেকে লোকসভা ভোটে দাঁড়াবেন। এই প্রসঙ্গে কংগ্রেস নেতা আরওবলেছেন, "আমেঠিরমানুষকংগ্রেসসাংসদরাহুলগান্ধীকেতাদেরপরিবারহিসাবেবিবেচনাকরে।কারণতিনিপ্রতিশ্রুতিপূরণকরেছিলেন। রাহুল আমেঠি থেকে দাঁড়াকএটাকংগ্রেসকর্মীএবংসেখানকারজনগণেরদাবি ছিল দীর্ঘদিনের।জনগণচায়কংগ্রেসক্ষমতায়আসুক।আমরাআমাদেরসেরাটাদেবযাতেআমরাজিততেপারি।“