শেষ উদ্ধার কাজ, স্বাভাবিক ট্রেন চলাচল, দিল্লিতে ফিরলেন রেলমন্ত্রী

দিল্লিতে ফিরলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দাভিয়া এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
ক,জম্নবভ

নিজস্ব সংবাদদাতাঃ ভয়াবহ দুর্ঘটনার ৫১ ঘণ্টা পর বালাসোরের বাহানগা বাজারের সেই দুর্ঘটনাস্থলে রেলের চাকা গড়ায়। রেলের চাকা গড়াতেই চোখে জল দেখা যায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। তিনি জানান, স্বাভাবিকের দিকে ট্রেন চলাচল। দুর্ঘটনাস্থলে লাইনের ওপর দিয়ে আজ সন্ধ্যা পর্যন্ত ৫০-৬০টি ট্রেন চলাচল করেছে।

সকালে বাহানগা বাজারের সেই লাইন দিয়ে বন্দে ভারত এক্সপ্রেসও চলতে দেখা গিয়েছে। রেলমন্ত্রী জানান, দুর্ঘটনাগ্রস্ত লাইনে ট্রেন চালু হলেও রেলের দায়িত্ব এখনও শেষ হয়ে যায়নি। এবার রেলের কাজ হবে দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো।

বালেশ্বর ট্রেন দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ এবং রেললাইন পুনরুদ্ধারের পরে দিল্লিতে ফিরেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দাভিয়া এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।