নিজস্ব সংবাদদাতা: হরিয়ানা বিধানসভা নির্বাচনের আর মাত্র চার দিন বাকি। কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খাট্টার বলেছেন, "কংগ্রেস সরকারগুলি সর্বদা এই এলাকাটিকে পিছনের দিকে রেখেছে। গত ১০ বছরে আমি এখানে ১২ বার এসেছি। বিজেপি আবার সরকার গঠন করবে। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি হরিয়ানায় আসবে। হরিয়ানায় কংগ্রেস মাত্র দুটি মেয়াদে ক্ষমতায় এসেছে কিন্তু বিজেপি হরিয়ানায় টানা তৃতীয়বার ক্ষমতায় আসার রেকর্ড তৈরি করবে।"
বিজেপি এবার হরিয়ানার ভোটে জয় পেতে বদ্ধ পরিকর। একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। বিজেপির তরফে হরিয়ানার গ্রামীন অঞ্চলগুলিতে যাওয়া হয়েছে। দলিত ভোটারদের একত্রিত করার জন্য সক্রিয়ভাবে কাজ করা হয়েছে। পাশাপাশি কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব বিজেপি কাছে বড় হাতিয়ার হিসেবে এসেছে। ৫ অক্টোবর থেকে হরিয়ানায় নির্বাচন হতে চলেছে। তার আগে হরিয়ানায় সমস্ত দল নিজেদের শেষ পর্যায়ে প্রচারে ব্যস্ত। তবে এবারের নির্বাচনে বিজেপি ও কংগ্রেসের মধ্যে কট্টর লড়াই হবে বলে মনে করা হচ্ছে।