ভারতে আর নির্বাচন হবে না! খাড়গেকে কটাক্ষ করলেন মোদির মন্ত্রী

মোদি ক্ষমতায় এলে ভারতে আর নির্বাচন হবে না বলে সম্প্রতি দাবি করেছেন খাড়গে। এবার এই মন্তব্যের পাল্টা দিলেন মোদির মন্ত্রী গিরিরাজ সিং।

author-image
Anusmita Bhattacharya
New Update
khargee.jpg

নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের '২০২৪ সালে মোদি ক্ষমতায় এলে ভারতে আর নির্বাচন হবে না' বিবৃতিকে কেন্দ্র করে তাঁকে এবার কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেন, 'আপনার হৃদয়ে যা আছে, আপনার দলের দ্বারা যা করা হয়েছিল - আপনি কেন একই দৃষ্টিভঙ্গি দিয়ে অন্যদের দেখেন? ইন্দিরা গান্ধী দেশে গণতন্ত্রকে হত্যা করেছিলেন। সেই দলের সভাপতি অনুমান করছেন...তিনি কী ধরনের গণতন্ত্র চান?...আমার মনে হয় প্রধানমন্ত্রী মোদির শাসনকালে গণতন্ত্রের পাশাপাশি একটি সুবর্ণ সুযোগ রয়েছে - আগামী সময়ে ভারত বিশ্বগুরু হয়ে উঠবে এবং ভারতে গণতন্ত্র বিকশিত হবে। এমন ভুল তথ্য দিয়ে প্রধানমন্ত্রী মোদির জনপ্রিয়তা কমবে না'।

aad

aad

ad11rain