রাম মন্দির প্রসঙ্গে দিগ্বিজয়কে কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর

কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের রাম মন্দির নিয়ে এক বিবৃতি প্রসঙ্গে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।

author-image
Probha Rani Das
New Update
giriraj singh .jpg

নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের মন্তব্যের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, “দিগ্বিজয় সিং কি তাঁবুতে ভগবান রামের সাথে দেখা করেছিলেন? না, তিনি সেই সুযোগ পাননি। সেখানে যাওয়া সনাতনীরা তাঁবুর অবস্থা দেখে স্লোগান দিয়েছিল 'ভগবান রাম আমরা এসে এখানে মন্দির নির্মাণ করব'। এটি সনাতনদের পুনর্জাগরণ। যারা কখনো ওই জায়গায় যায়নি, তাদের এ বিষয়ে কথা বলার কোনো অধিকার নেই।”