ভগবান শ্রীরামকে ‘আমিষভোজী’ মন্তব্যে ক্ষুব্ধ কেন্দ্রীয় মন্ত্রী

এনসিপি শারদ পাওয়ার গোষ্ঠীর নেতার বিবৃতিতে রাজনীতি মহলে চলছে জল্পনা। সেই নিয়ে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেছেন জিতেন্দ্র আওহাদ ভয় পেয়ে ক্ষমা চেয়েছেন।

author-image
Probha Rani Das
New Update
giriraj singh .jpg

নিজস্ব সংবাদদাতাঃ এনসিপি-শারদ পাওয়ার গোষ্ঠীর নেতা জিতেন্দ্র আওহাদ ভগবান শ্রীরামকে ‘আমিষভোজী’ বলেছেন। সেই বিষয় নিয়ে রাজনীতি মহলে শোরগোল এখন তুঙ্গে। এনসিপি-শারদ পাওয়ার গোষ্ঠীর নেতা জিতেন্দ্র আওহাদের এই বিবৃতিতে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, “তিনি এই উক্তিটি করেছেন কিন্তু তারপরে এর জন্য ক্ষমা চেয়েছিলেন৷ তিনি হিন্দু বিশ্বাসকে আক্রমণ করার জন্য ভগবান রামকে মৌখিকভাবে গালি দিয়েছেন৷ তিনি ক্ষমা চাননি কারণ তিনি তার ভুল বুঝতে পেরেছেন। তিনি ভয় পেয়ে ক্ষমা চেয়েছেন। কারণ আজকের তরুণরা এটি সহ্য করবে না। এনসিপি-র দ্বারা তাঁকে ক্ষমা চাওয়ানো হয়েছে। কিন্তু অশ্লীল ভাষা ব্যবহার করে ক্ষমা চাওয়া গ্রহণযোগ্য নয়।”