/anm-bengali/media/media_files/hefJOmIhvQr0554gkF1k.jpg)
File Pic
নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশায় তিন ট্রেন দুর্ঘটনায় ২৭৫ জনের প্রাণহানির পেছনে 'নাশকতা' ও ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের 'নাশকতা' ও কারচুপির ইঙ্গিত দিয়ে চালকের ত্রুটি ও সিস্টেমের ত্রুটির বিষয়টি কার্যত প্রত্যাখ্যান করেছে রেল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই দুর্ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। তবে কর্মকর্তারা জানিয়েছেন, রেলওয়ে সেফটি কমিশনারের (সিআরএস) তদন্ত অব্যাহত থাকবে। এবার এই বিষয়ে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
#WATCH | Railways minister has recommended a CBI probe into Balasore train accident. Politics shouldn't be done at the moment, politicians must understand their responsibility: Union Minister Dharmendra Pradhan pic.twitter.com/smAiS7L4yf
— ANI (@ANI) June 4, 2023
কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, "বালেশ্বর ট্রেন দুর্ঘটনা নিয়ে সিবিআই তদন্তের সুপারিশ করেছেন রেলমন্ত্রী। এই মুহুর্তে রাজনীতি করা উচিত নয়, রাজনীতিবিদদের অবশ্যই তাদের দায়িত্ব বুঝতে হবে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us