মল্লিকার্জুন খাড়গেকে ক্ষমা চাইতে হবে: নির্মলা সীতারামন

কর্ণাটকে ভোট প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আজ বৃহস্পতিবার কালবুর্গিতে মল্লিকার্জুন খাড়গে বলেন , "প্রধানমন্ত্রী মোদী 'বিষাক্ত সাপের' মতো।"

author-image
Aniruddha Chakraborty
New Update
hgbfc

নিজস্ব সংবাদদাতাঃ নরেন্দ্র মোদী (Narendra Modi) 'বিষধর সাপের মত'। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) মন্তব্য নিয়ে গোটা দেশ জুড়ে শোরগোল শুরু হয়েছে। মল্লিকার্জুন খাড়গে কীভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে এই ধরনের মন্তব্য করলেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি। এই বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, "এটা কংগ্রেসের মানসিকতার বহিঃপ্রকাশ। আমি এর নিন্দা জানাই। একদিকে রাহুল গান্ধী প্রেমের দোকান খোলার জন্য 'ভারত জোড়ো যাত্রা' করছেন, অন্যদিকে তাঁর দলের সভাপতি প্রধানমন্ত্রীর জন্য এই ধরনের শব্দ ব্যবহার করছেন।  মল্লিকার্জুন খাড়গেকে ক্ষমা চাইতে হবে।"