New Update
/anm-bengali/media/media_files/XIr18ETtz1OZvOkL5GoO.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের বিখ্যাত মাইহার শারদা মাতা মন্দির পরিদর্শন করেন। তিনি সেখানে পূজা অর্চনা করে দেশ ও কৃষকের কল্যাণ কামনা করেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/vE43Hya17wAx6P0iv6D6.jpg)
মাইহারের শারদা মাতা মন্দির মধ্যপ্রদেশের অন্যতম ঐতিহাসিক ও আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিচিত। ভক্তদের বিশ্বাস, দেবী শারদা মাতার আশীর্বাদে জ্ঞান, শক্তি ও সমৃদ্ধি লাভ করা যায়। চৌহানের এই সফরকে কেন্দ্র করে স্থানীয় ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us