নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের কানপুর দেহাত জেলায় এক ৪০ বছর বয়সি ব্যক্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, পুলিশি হেনস্থা ও ঘুষ দাবির কারণে ওই ব্যক্তি আত্মহত্যা করতে বাধ্য হন। মঙ্গলবার এই ঘটনায় দুই পুলিশকর্মীকে বরখাস্ত করেছে প্রশাসন।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম জীত কুমার ওরফে জিতু। তিনি কানপুর দেহাত জেলার সাজেতি এলাকার কোত্রা গ্রামের বাসিন্দা হলেও গুজরাটের সুরাতে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন।
জানা গেছে, সোমবার জীত কুমার তাঁর স্ত্রীর সঙ্গে মীমাংসার জন্য শ্বশুরবাড়ি আকবরপুরে যান। পারিবারিক অশান্তির কারণে স্ত্রী কিছুদিন আগেই তাঁর বাড়ি ছেড়ে চলে যান। স্ত্রীকে মানিয়ে বাড়ি আনতেই গিয়েছিলেন জিতু। কিন্তু সেখানে পরিস্থিতি উল্টো হয়ে যায়। জিতুর শ্বশুর পুলিশে তাঁর নামে অভিযোগ দায়ের করেন।
পরিবারের অভিযোগ, পুলিশ তাঁকে থানায় ডেকে নিয়ে মানসিক ও শারীরিকভাবে হেনস্থা করে এবং বলে যে মামলা না করতে হলে ৫০ হাজার টাকা ঘুষ দিতে হবে। ওই চাপ সহ্য করতে না পেরে জীত কুমার আত্মহত্যা করেন বলে অভিযোগ।
/anm-bengali/media/media_files/2025/04/28/8u3IilkiHS3W1ASSQaqY.jpeg)
এই অভিযোগ সামনে আসতেই প্রশাসনের তরফে তদন্ত শুরু হয় এবং প্রাথমিক পর্যায়ে দুই অভিযুক্ত পুলিশকর্মীকে বরখাস্ত করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা ও মৃতের পরিবার কড়া শাস্তির দাবি জানিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।