বিশ্বকাপ অধরা ভারতের, ‘অপয়া’ রিচার্ড কেটেলবরো! ফের প্রমাণিত

কুড়ি বছর আগের যে বদলা নেওয়ার জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেমেছিল ভারত, তা নেওয়া হল না। এক যুগ পরও সেই সোনালি ট্রফি অধরা রইল।

New Update
ম,ম্ন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ রোহিত শর্মার হাতে বিশ্বকাপ দেখতে চেয়েছিল ভারতের মানুষ। প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া তা হতে দিল না। ঘরের মাঠে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবার বিশ্বসেরা হল অস্ট্রেলিয়া। বিশ্বজয়ের লক্ষ্যে মেন ইন ব্লু নেমেছিল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। তেইশের বিশ্বকাপে ১০ ম্যাচ অপরাজিত থাকায় অনেকেই মনে করেছিলেন, টিম ইন্ডিয়ার জয়ের অশ্বমেধের ঘোড়া কোনও প্রতিপক্ষ আটকাতে পারবে না। কিন্তু অস্ট্রেলিয়ার আগ্রাসনের সামনে থামতেই হল ভারতকে। এর মাঝে নেটিজেনরা ফের দুষছেন রিচার্ড কেটেলবরোকে কারণ টিম ইন্ডিয়ার জন্য আবারও একবার ‘অপয়া’ প্রমাণিত হলেন আম্পায়র রিচার্ড কেটেলবরো। ‘রিচার্ড কেটেলবরো কাঁটা’ উপড়ে ফেলতে পারল না টিম ইন্ডিয়া। সোশ্যাল মিডিয়া সাইটে যে কারণে ক্ষোভ উগরে দিচ্ছেন নেটিজেনরা।

hire