রাজ্য সরকার একটি পোর্টাল চালু করবে

পশ্চিমবঙ্গে বহু মানুষের কাছেই সাম্প্রতিককালে এসেছিল আধার নিষ্ক্রিয়তার চিঠি। ইউআইডিএআই থেকে সেই সব চিঠি পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলেন অনেকেই। এরই মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, আধার নিষ্ক্রিয়তার অভিযোগ জানানোর জন্য রাজ্য সরকার একটি পোর্টাল চালু করবে।

৩২ কোটি আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়

জানা গিয়েছে, রাজ্য সরকারের নির্দেশে আধার নিষ্ক্রিয়তার সমস্যায় ভুক্তভোগী সব নাগরিকদের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। যাতে কোনও নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেই চেষ্টাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এদিকে অভিযোগ উঠেছে, দেশজুড়ে নাকি সাম্প্রতিক সময়ে ৩২ কোটি আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়।