/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ওড়িশার বালেশ্বর জেলার ফকির মোহন (স্বশাসিত) কলেজ চত্বরে ২০ বছর বয়সি এক ছাত্রীর আত্মহত্যার ঘটনায় নড়েচড়ে বসেছে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (UGC)। ওই ছাত্রী কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে অভিযোগ অগ্রাহ্য হওয়ায় নিজের গায়ে আগুন লাগিয়ে দেন। প্রায় ৬০ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর, ভোররাতে ভুবনেশ্বরের এইমস হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এই মর্মান্তিক ঘটনার তদন্তে মঙ্গলবার ইউজিসি চার সদস্যের একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করেছে। ইউজিসির জারি করা এক সার্কুলারে জানানো হয়েছে, এই কমিটি ১২ জুলাই কলেজে ঘটে যাওয়া ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রুখতে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেই বিষয়ে সুপারিশ করবে। ইউজিসির সচিব সুদীপ সিং জৈনের স্বাক্ষরিত বিবৃতি অনুযায়ী, কমিটিকে সাত দিনের মধ্যে তাদের তদন্ত রিপোর্ট জমা দিতে হবে।
তদন্ত কমিটির চেয়ারম্যান হিসাবে রয়েছেন দিল্লির গুরু গোবিন্দ সিং ইন্দ্রপ্রস্থ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজ কুমার মিত্তল। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ইউজিসির প্রাক্তন সদস্য সুষমা যাদব, গুজরাট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য নীরজা গুপ্ত এবং ইউজিসির যুগ্ম সচিব অশিমা মঙ্গল।
এই তদন্তের মাধ্যমে, ইউজিসি জানতে চায় কীভাবে এমন এক মর্মান্তিক পরিস্থিতি তৈরি হলো যেখানে একজন ছাত্রী কলেজে যৌন হেনস্তার বিচার না পেয়ে চরম পদক্ষেপ নিতে বাধ্য হলেন। শিক্ষাঙ্গনে নিরাপত্তা ও নারী সম্মান রক্ষায় নতুন করে জোরালো প্রশ্ন উঠেছে।