/anm-bengali/media/media_files/jjTQ4aESIgOeO0rE4ZHS.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ সালের লোকসভা ভোটের আগে সরগরম হয়ে উঠেছে দেশীয় রাজনৈতিক মহল। আজ আবারও একবার ইডি (ED)-র ডাক এড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। তিনি বেশ কিছু প্রশ্ন তুলে আজ ইডি দফতরের যাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। যদিও এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ইডি-র সমন এড়িয়ে যাওয়ার বিষয়ে কংগ্রেস নেতা উদিত রাজ (Udit Raj) বড় মন্তব্য করেছেন। তিনি বলেছেন, "ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সহযোগীদের বিরুদ্ধে ইডি অভিযান চালাচ্ছে। নির্বাচনের ঠিক আগে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে ইডি নোটিশ পাঠানো হয়েছিল এবং তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছিল। অরবিন্দ কেজরিওয়ালও বিরোধী জোটের অংশ। এটা সত্য যে এই সংস্থাগুলি তাদের কাজ করছে না বরং বিরোধী নেতাদের উপর চাপ সৃষ্টি করছে।“
#WATCH | On Delhi CM Arvind Kejriwal to skip ED summon today, Congress leader Udit Raj says "ED is carrying out raids at the associates of Jharkhand CM Hemant Soren. ED notices were sent to former Chhattisgarh CM Bhupesh Baghel right before the elections and false allegations… pic.twitter.com/aXAkjsDmjW
— ANI (@ANI) January 3, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us