ভূমিধসের জের, উধমপুরেই দাঁড়িয়ে রয়েছে উত্তরাখণ্ড যাওয়া সারি সারি ট্রাক

ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত হাইওয়েটি মেরামতের কাজ চলছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
uttarakhand flood

File Picture

নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরগামী ট্রাকগুলি উধমপুরের জম্মু শ্রীনগর জাতীয় মহাসড়কের (এনএইচ-৪৪) বিভিন্ন স্থানে আটকা পড়েছে কারণ জাখানি এলাকা থেকে হাইওয়েতে ভারী মোটর যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। জেলায় ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত হাইওয়েটি মেরামতের কাজ চলছে। যার জেরে জাতীয় মহাসড়কের ওপর লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে মালভর্তি ট্রাকগুলি।

এই প্রসঙ্গে ট্রাক চালক ইমতিয়াজ আহমেদ বলেন, “গত পাঁচ দিন ধরে আমার ট্রাক এখানে আটকা পড়েছে। আমাদের প্রতিদিন বলা হচ্ছে যে আমাদের যেতে দেওয়া হবে, কিন্তু তারপর তা করা হচ্ছে না। এখানে কোনও সুযোগ-সুবিধা নেই। আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি”।