মুম্বইয়ের পরিকল্পনা শূন্য, তাই বাতাস দূষিত ! দুর্নীতি ও বায়ু দূষণ নিয়ে একযোগে শাসক জোটকে আক্রমণ করলেন উদ্ধব ঠাকরে

কেন আক্রমণ করলেন উদ্ধব ঠাকরে ?

author-image
Debjit Biswas
New Update
Uddhav Thackerayyu.jpg

নিজস্ব সংবাদদাতা : আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মুম্বইয়ে রাজনৈতিক আবহাওয়া উত্তপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই শহরটির গুরুতর পরিবেশ দূষণ এবং ক্ষমতাসীন মহাযুতি (শাসক জোট)-এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তীব্র আক্রমণ শানালেন শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে। তিনি সরাসরি বিজেপিকে ক্লিন চিট দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছেন।

w

তিনি বলেন,''মুম্বইয়ের পরিবেশ দূষিত হয়ে গেছে। বাতাস কি এর আগে কখনও এত দূষিত ছিল? আজ আমরা যে উন্নত মুম্বই দেখি, তা ২৫ থেকে ৩০ বছর ধরে শিবসেনার উপর মুম্বইবাসীদের আস্থা রাখার ফল। কিন্তু বর্তমান দূষিত বাতাসের কারণ হলো, মুম্বইয়ের পরিকল্পনা শূন্য।"