Uddhav Thackeray : আমরা 'বিরোধী' নই, ঘোষণা ঠাকরের

আসন্ন লোকসভা নির্বাচনের (Election) আগে ক্রমে কাছাকাছি আসতে শুরু করেছে বিজেপি (BJP) বিরোধী দলগুলো। সক্রিয় ভূমিকায় রয়েছেন আম আদমি পার্টির (AAP) প্রধান দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিয়াল (Arvind Kejriwal)।

author-image
Pritam Santra
24 May 2023
Uddhav Thackeray : আমরা 'বিরোধী' নই, ঘোষণা ঠাকরের

নিজস্ব সংবাদদাতাঃ আসন্ন লোকসভা নির্বাচনের (Election) আগে ক্রমে কাছাকাছি আসতে শুরু করেছে বিজেপি (BJP) বিরোধী দলগুলো। সক্রিয় ভূমিকায় রয়েছেন আম আদমি পার্টির (AAP) প্রধান দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিয়াল (Arvind Kejriwal)। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) সঙ্গে দেখা করেছেন তিনি। কেজরিওয়ালকে পাশে বসিয়ে ঠাকরে বলেছেন, "দেশ ও গণতন্ত্রকে বাঁচাতে সবাই একত্রিত হয়েছেন। আমি মনে করি আমাদের 'বিরোধী' দল বলা উচিৎ নয়। বরং কেন্দ্রে ক্ষমতাসীন দলকে 'বিরোধী' বলা উচিৎ, তারা গণতন্ত্র ও সংবিধানের বিরোধী।"