কাশ্মীরে তুষারঝড়ে দুই সেনা নিখোঁজ, উদ্ধার অভিযান জারি

চীনার কর্পস জানিয়েছে, কিস্তোয়ার রেঞ্জে তুষারঝড় ও প্রবল আবহাওয়ার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন দুই সেনাকে উদ্ধারে তৎপর ভারতীয় সেনা।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: চীনার কর্পসের এক্স (X) পোস্টে জানানো হয়েছে, ৬ ও ৭ অক্টোবরের মধ্যরাতে দক্ষিণ কাশ্মীরের পাহাড়ি এলাকায় কিস্তোয়ার রেঞ্জে এক অপারেশনাল টিম তীব্র তুষারঝড় ও সাদা আচ্ছাদনে (whiteout condition) পড়ে।

তুষারঝড়ের পর থেকে দলের দুই সেনা সদস্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকেই সেনাবাহিনী ব্যাপক সার্চ অ্যান্ড রেসকিউ অপারেশন শুরু করেছে, যদিও প্রবল তুষারপাত ও প্রতিকূল আবহাওয়া উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।