প্রকাশ্যে মারধর, টেনে ছিঁড়ে নেওয়া হল দুই বৃদ্ধ শিখের পাগড়ি! ভাইরাল ভিডিও ঘিরে উত্তাল ব্রিটেন

দুই বৃদ্ধ শিখকে মারধর, পাগড়ি খুলে নেওয়া হল ব্রিটেনে।

author-image
Tamalika Chakraborty
New Update
uk torcher

নিজস্ব সংবাদদাতা: ব্রিটেনের উলভারহ্যাম্পটনে দুইজন বয়স্ক শিখ ব্যক্তিকে প্রকাশ্যে মারধর করা হয়েছে। এ সময় হামলাকারী এক শিখের পাগড়ি জোর করে খুলে নেয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ শেয়ার করেছেন শিরোমণি অকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি বয়স্ক শিখের ওপর লাথি ও ঘুষি চালাচ্ছে। কিছুক্ষণ পর এক পথচারী এসে হামলাকারীকে সরিয়ে দেয়। অন্যদিকে আরেকজন শিখকে তখন রক্তাক্ত ও আহত অবস্থায় রাস্তায় বসে থাকতে দেখা যায়।

ভিডিও শেয়ার করে বাদল লিখেছেন, “আমি উলভারহ্যাম্পটন, ব্রিটেনে দুইজন বয়স্ক শিখ ভদ্রলোকের ওপর নৃশংস হামলার ঘটনাকে কঠোরভাবে নিন্দা জানাচ্ছি। এ সময় এক শিখের পাগড়ি জোর করে খুলে নেওয়া হয়েছে।”

UK Police

তিনি আরও বলেন, “এটি এক ভয়াবহ বর্ণবাদী ঘৃণাজনিত অপরাধ, যা শিখ সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো হয়েছে। অথচ শিখরা সবসময়ই ‘সর্বত্র সবার মঙ্গল’ (সর্বৎ দা ভলা) কামনা করে।” বাদল পশ্চিম মিডল্যান্ডস পুলিশ ও যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করকেও অনুরোধ করেন, যাতে তিনি যুক্তরাজ্য সরকারের সঙ্গে বিষয়টি উত্থাপন করেন এবং সেখানকার শিখ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করেন।