স্বাধীনতা দিবসে বড়সড় হামলার ছক! দুই হাইব্রিড জঙ্গি গ্রেফতার

বড়সড় সাফল্য পেলেন জম্মু ও কাশ্মীরের নিরাপত্তারক্ষীরা। জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় অস্ত্র ও গোলাবারুদ সহ লস্কর-ই-তৈবার দুই হাইব্রিড জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
indepe jk.jpg

নিজস্ব সংবাদদাতাঃ স্বাধীনতা দিবসের প্রাক্কালে জঙ্গি দমনে আজ বুধবার ফের বড় রকমের সাফল্য পেল জম্মু ও কাশ্মীরের (J&K) পুলিশ। জানা গিয়েছে, এদিন জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় অস্ত্র ও গোলাবারুদ সহ লস্কর-ই-তৈবার দুই হাইব্রিড জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। ইউএপিএ এবং অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চলতি বছরের স্বাধীনতা দিবসকে সামনে রেখে বারামুল্লা শহরে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর পরিকল্পনা রয়েছে জঙ্গিদের বলে গোপন সূত্রে খবর মিলেছে। এদিকে এদিন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ২ জঙ্গিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।