নিজস্ব সংবাদদাতা : ভারতের নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী ৪ এবং ৫ই মার্চ, ২০২৫ তারিখে, নিউ দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্র্যাসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্টে দুই দিন ব্যাপী একটি সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী কর্মকর্তারা (CEO) উপস্থিত থাকবেন। জ্ঞানেশ কুমার মুখ্য ইলেকশন কমিশনারের দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম সম্মেলন হতে চলেছে।