স্কুল থেকে ফিরছিল দ্বাদশ শ্রেণীর ছাত্রী! কাকা-ভাইপো তুলে নিয়ে গেল ফার্ম হাউসে

মর্মান্তিক কাণ্ড।

author-image
Anusmita Bhattacharya
New Update
Rape

নিজস্ব সংবাদদাতা: উত্তর প্রদেশের বালিয়া-তে একটি নাবালিকার সাথে গণধর্ষণের টনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনায় অভিযুক্ত একই গ্রামের ৩৫ বছর বয়সী অমরজিৎ সিং ও ৪৫ বছর বয়সী তার কাকাগৌতম সিংয়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে যে দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রীর ওপর যখন আক্রমণ হয় তখন সে স্কুলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের পরে বাড়ি ফিরছিল।

বৈরিয়া থানার ইনচার্জ মূলচাঁদ চৌরাসিয়া জানিয়েছেন যে ১৭ বছরের ওই কিশোরী স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফিরছিল। সেই সময় অমরজিৎ তাকে জোর করে নিজের ফার্মহাউসে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে অমরজিৎ ও গৌতম হুমকি দেয়, ঘটনার কথা কাউকে জানালে তাকে মেরে ফেলা হবে।

নির্যাতিতার মায়ের অভিযোগ দায়ের করার পরই বিষয়টি প্রকাশ্যে এসেছে। অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা এবং শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধ আইন অনুযায়ী সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তারা বলেছে যে পুলিশ বিষয়টিকে গুরুতরভাবে নিচ্ছে এবং অভিযুক্তদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে।

rape  w