New Update
/anm-bengali/media/media_files/0LmjqxOYU5meRFhnemJI.jpg)
File Pic
নিজস্ব সংবাদদাতাঃ শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পোস্ট দেখা,করা ও অন্যের অ্যাকাউন্ট অনুসরণ করতে অসুবিধা হচ্ছিল বিশ্বজুড়ে থাকা হাজার হাজার টুইটার ব্যবহারকারীর। একাধিক টুইটার ব্যবহারকারী এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে অভিযোগ জানাতে থাকেন। এরপর শনিবার রাতে টুইটারে পোস্ট দেখার ক্ষেত্রে নয়া ফরমান জারি করেন মালিক ইলন মাস্ক।
শনিবারের পর রবিবার ভোরে আবার নিজের রূপে ফিরল টুইটার। রবিবার ভোর ৫টা ৩৯ মিনিট থেকে টুইটারে পোস্ট দেখা, করা ও অন্যের অ্যাকাউন্ট অনুসরণ করা পুনরায় চালু হয়েছে। পুনরায় টুইটারের কার্যক্রম চালু হওয়ায় খুশি টুইটার ব্যবহারকারীরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us